৩৩ বছর পর ভোট, বিজিএপিএমইএ’র পরবর্তী সভাপতি হচ্ছেন শাহরিয়ার আদজি ট্রিমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মোঃ শাহরিয়ার ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর ৩৩ বছরের ইতিহাসে প্রথম নির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন।

শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৪টি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভ মেম্বারস ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছে ৭ জন পরিচালক। ঐক্য পরিষদ প্যানেল নেতা শাহরিয়ার ২৫৭ ভোট পেয়েছেন, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ ভোট, একই প্যানেলের প্রার্থী মোঃ মনিরুজ্জামান মোল্লা পেয়েছেন সর্বোচ্চ ২৮৬ ভোট । এদিন সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রাজ্জাকুল ইসলাম, তিনি বাণিজ্য মন্ত্রনালয়ের উপ সচিব। নির্বাচন বোর্ড জানিয়েছে, মোট ৪৬০ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।