এসএসসিতে ছাত্রীর তুলনায় ছাত্র সংখ্যা কম কেনো? কারণ খুজে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এসএসসিতে পাস করা শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন। যারা পাস করতে পারেনি, তাদের মনোবল না হারাতে পরামর্শ দিলেন।
সর্বজনীন শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে চায় সরকার। প্রধানমন্ত্রী ।।প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরো আকর্ষনীয় করতে প্রধানমন্ত্রীর নির্দেশ।
কিশোর গাং থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে উদ্যোগ নেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
SSC Result 2024: Dhaka: 89.32% Chattogram Board: 82.80% Cumilla Board: 79.20% Barishal: 89.13% Dinajpur: 78.4% Jashore: 92.32% Rajshahi: 89.25% Sylhet: 73.35% Mymensingh: 84.97%
মাদ্রাসা শিক্ষা বোর্ড পাশের হার ৭৯.৬৬, জিপিএ ৫- ১৪ হাজার ২০৬, কারিগরি শিক্ষা বোর্ড পাশের হার ৮১.৩৮, জিপিএ ৫ ৪হাজার ৭৮
১ লাখ ৮২ হাজার ১২৯ জিপিএ ৫ পেয়েছে। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার বেশি। পাসের হার এবং জিপিএ দুটোই বেড়েছে। এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪%। গত বছর ছিল ৮০.৩৯%। গত বছরের চেয়ে পাসের হার বেড়েছে ২.৬৫% শিক্ষামন্ত্রী
ছাত্রীদের জিপিএ ৫ ও বেশি এবার। ৩ বছর পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হতাশ হবার কোন কারণ নেই, পূর্ণ প্রস্তুতিতে আগামী বছর ছাত্রদের অংশগ্রহণ, পাসের হার এ্ং জিপিএ -৫ কম কেন কারণ অনুসন্ধান করতে বলেছেন প্রধানমন্ত্রী। সবাই যেন সমানভাবে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা নিতে হবেঃ শিক্ষামন্ত্রী
গতানুগতিক মানসিকতার বাইরে গিয়ে কর্মসংস্থান সংশ্লিষ্ট শিক্ষায় অংশ নিতে পরামর্শ শিক্ষামন্ত্রীর। কর্মমুখী শিক্ষাকে উৎসাহিত করতে চাই। সাধারণ উচ্চ শিক্ষার সুযোগ সব সময়ই থাকবেঃ শিক্ষামন্ত্রী
আমাদের লক্ষ্য থাকবে যারা প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থী এসএসসি পর্যায় পার করতে পারে। শিশুদের শুধুমাত্র ফলাফল বা পাসফেলের মধ্য দিয়ে বিবেচনার বিষয় থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদের প্রক্রিয়াগত দুর্বলতা শিক্ষার্থীর দুর্বলতা নয়। প্রাথমিক মন্ত্রণালয়কে ৫ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।-শিক্ষামন্ত্রী