বিভিন্ন চাকুরীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহ করা সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি সাইবার উত্তর বিভাগ।

দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ জানান, চক্রটি প্রাথমিক বিদ্যালয়, কৃষি অধিদপ্তর, ভূমি অফিস, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি পরীক্ষায় জালিয়াতির সাথে যুক্ত।

এরা কৌশলে পরিক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে অতি দ্রুত তা সমাধান করে ভেতরে থাকা তাদের নির্ধারিত পরীক্ষার্থীদের কাছে ডিজিটাল ইলেকট্রিক স্পাই ডিভাইসের মাধ্যমে প্রেরণ করতো।বিশেষ ভাবে প্রস্তুতকৃত জিএসএম সুবিধা সম্বলিত এই ডিভাইসটি মেয়েদের অন্তর্বাস ও ছেলেদের স্যান্ডো গেঞ্জির ভিতর লুকানো থাকতো।

এদের মাধ্যমে যাদের চাকরি হয়েছে তাদের খুঁজে বের করা হবে বলেও জানান ডিবি প্রধান। যারা চাকরির জন্য টাকা দিয়েছেন এবং যারা নিয়েছেন কাওকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময়, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পরিদর্শককে আরও সচেতন থাকার পরামর্শ দেন মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ।-হারুন অর রশিদ অতিরিক্ত কমিশনার, ডিএমপি