সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

চিনের সঙ্গে বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে চায় ভারত। ভারতের এই আগ্রহের কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এর আগে সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সকাল ১১ টায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের নিজ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের পররাষ্ট্র সচিব। এসময় ভারতের ভিসা প্রকৃয়া সহজ করা, সীমান্ত হত্যা বন্ধসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দেশের জন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংএ পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের কাছ থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের সম্মতির কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতে প্রধানমন্ত্রী সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। এ বিষয়ে ড. হাছান মাহমুদ জানান, ভারতে নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে দেশটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে যাবার বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশে বহুল আলোচিত তিস্তা বহুমূখি প্রকল্প নিয়েও আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।