চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর ইস্কাটনে বিটিসিএল কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিটিসিএলের কর্মচারীরা।

১০ম দিনের মত লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশের প্রতিটি জেলা থেকে আগত বিটিসিএলের দেড় হাজার শ্রমিক ও কর্মচারী। গত পাঁচ বছর ধরে তারা এই দাবিতে আন্দোলন করে আসছে।

বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জানান,২০১৯ সালে একুশে জানুয়ারি বিটিসিএল এর ১২ তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয় ১৫৩৪ জন। বিটিসিএলের চাকরির বিধিমালা ২০১১এর নিয়োগ পত্রের সকল শর্তাবলী অনুযায়ী শিক্ষানবিশ কাল এক বৎসর উল্লেখ থাকা সত্ত্বেও ৫ বছর পার হওয়ার পরও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় তারা এ আন্দোলনে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। সট মোহাম্মদ মহিউদ্দিন সাধারন সম্পাদক, বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যান সমিতি