চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী, চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪৫ টাকা দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ৩২ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান আর ৫০ হাজার টন গম কিনবে সরকার। এতে খরচ হবে সাড়ে সাত হাজার কোটি টাকা।
খাদ্যমন্ত্রী বলেন, আসন্ন বোরো সংগ্রহ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। খাদ্যমন্ত্রী জানান, এরই মধ্যে হাওরের অন্তত ৯৮ শতাংশ ধান উঠে গিয়েছে।
আগামী ১০-১১ দিনেই সারা দেশের বোরো ধান কাটা শেষ হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, যারা অ্যাপসে আবেদন করেছেন বা যারা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে ধান দেবেন বলে তালিকা পাঠিয়েছেন তাদের বাড়ি গিয়ে ধানের আদ্রতা পরীক্ষা করা হবে। ধানের আদ্রতা ১৪ শতাংশের কম থাকলে ধান কিনবে সরকার। খাদ্য গুদামে ধান দিতে এসে কোন কৃষক হয়রানি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুসিয়ার করে দেন খাদ্যমন্ত্রী।