শ্রমিকদের কল্যান দেখা আওয়ামী লীগের দায়িত্ব। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের অধিকার হরন করলে কাউকেই ছাড়া হবে না। তা সে যতই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ন হোক না কেন।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এসময় বললেন, খেটে খাওয়া মানুষের ভাগ্যউন্নয়নই আওয়ামী লীগের লক্ষ্য।আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে।
শ্রমিকরা যেন ভাল থাকে, সেজন্য কিছুটা বিলাসিতায় ছাড় দিয়ে হলেও তাদের কল্যানে আরো অর্থ ব্যয়ে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে কারো প্ররোচনা বা উস্কনিতে পরে নিজের রুটি রুজির জায়গা কলকারখানা ধ্বংস না করতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।