বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আইনগত সহায়তা সংস্থা আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন সচিব মোঃ গোলাম সারওয়ার। আইনমন্ত্রী তার বক্তব্যে সারাদেশের লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দেন।

বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারাদেশের মানুষ আইনগত সহায়তা অফিসে গিয়ে আপোষ করতে পারে সে ব্যাপারে আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানানন তিনি।

বিচারের জন্য খরচ না করে সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা পাবে। যেখানে বিচার পাওয়া দয়া নয়, সাধারণ মানুষের অধিকার। আইনমন্ত্রী, বলেন, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সারাদেশে দেড় লাখের উপরে মামলার নিষ্পত্তি হয়েছে। এটি দেশের গরীব মানুষের জন্য বিনা পয়সায় বিচার পাওয়ার জায়গা। এর বিচার প্রক্রিয়া নিয়ে আরও প্রচার করতে হবে যাতে সাধারণ মানুষ তাদের বিচার পাওয়ার জন্য ভরসার জায়গা মনে করে লিগ্যাল এইড অফিসকে।