চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেখে স্কুল খোলা বা আবারো বন্ধের সিদ্ধান্ত হবে শুক্র বা শনিবার। বৃহস্পতিবার শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার সচিবালয়ে তার অফিস কক্ষে একথা জানান। শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষামন্ত্রী দেশের বাইরে আছেন। তিনি আগামীকাল দেশে ফিরবেন। তারপর তাপমাত্রা পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

তিনি জানান, আবহাওয়া অফিস জানিয়েছে সামনে তাপমাত্রা আরো বাড়বে। সময় পরিবর্তন করে স্কুল খোলা রাখা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন এ ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে। স্কুল বন্ধ রেখে অনলাইনের মাধ্যমে কাজ চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শুধু ঢাকা নয় সারা দেশের শিক্ষার্থীদের কথাও বিবেচনায় রাখতে হবে। উল্লেখ্য, সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে বর্তমানে স্কুল কলেজ বন্ধ আছে। ২৮ এপ্রিল স্কুল কলেজ খোলা থাকার কথা রয়েছে।