উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারির মাধ্যমে যে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় স্বাগত বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন। বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে যেন প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশে গণতন্ত্র আছে, নির্বাচন নির্বাচনের মতো হয়।

উপজেলা নির্বাচনে সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনক সজাগ থাকার আহবান জানান তিনি। বৈঠকে সারাদেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররাও মাঠ প্রসাশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। নির্বাচনের বিভিন্ন ইস্যুতে পর্যবেক্ষণও তুলে ধরবেন মাঠের কর্মকর্তারা।