গ্যাসের সাড়ে ৮ লাখ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাসে ২২%-এর উপরে সিস্টেম লস ছিলো, এখন সাড়ে ৭%। এটাকে জিরোতে আনার চেষ্টা চলছে। তিতাসের পরিধি বাড়াতে চাই। ফাইন্যান্সিয়াল প্ল্যান চলছে এজন্য। — নসরুল হামিদ।
অভিযানে ৬০৪ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ অবৈধ সংযোগ আর থাকবে না। — নসরুল হামিদ