সদ্য নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের ৩ বিচারপতি শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনকে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ও অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। এছাড়া শপথ গ্রহণকারী তিন বিচারপতির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন । গতকাল বুধবার রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫ এর ১ এ প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্টের তিন বিচারপতিরকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এই তিনজন বিচারপতিকে নিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো আটে।