ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুহাম্মদ সোয়াদ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সোয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সোমবার দুপুর দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতের সহ পাঠিরা জানান গরমের কারণে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় হঠাৎ সোয়াদ পানিতে ডুবে যায়।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সহপাঠীরা জানায় নিহত সোয়াদের শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। সোয়াদ বর্তমানে মহসিন হলের আবাসিক ছাএ। তার গ্রামের বাড়ি বগুড়ায়।মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷