হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্রিফিং # ২৪-২৯ প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরের মধ্যে মুক্ত বানিজ্য চুক্তি, বিনিয়োগ, সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। #
এ সফরের মধ্য দিয়ে থাইল্যান্ডের সাথে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিস্ট করার ক্ষেত্রে সহযোগিতা করবে।
## দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে মুক্ত বানিজ্য ক্ষেত্রে ভূমিকা রাখবে।
১ টা চুক্তি, ৩ টা সমঝোতা স্বারক, লেটার অফ ( মুক্ত বানিজ্য) স্বাক্ষরিত হবে।
জ্বালানি সংক্রান্ত স্বারক, স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভিসা সংক্রান্ত ।
২৫ টেকসই উন্নয়ন তথ্য, পররাষ্ট্র, ডাক টেলিযোগাযোগাযোগ মন্ত্রী সফরে অংশ নেবেন।
বাংলাদেশ ও থাইল্যান্ডের দুই দেশের মধ্যেই মায়ানমারের সীমান্ত আছে। একি সমস্যা তারাও ভুগছে তাই এই সফরে তাদের কাছে রোহিংগা সমস্যা সমাধানে আলোচনা হবে। তাদের কাছে সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী।
২