যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের জন্য খরচ করলে বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন তিনি।

সকালে ঢাকায় শুরু হওয়া চার দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলনের জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ এক্সপো ২০২৪ এর উদ্বোধানী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। এতে জলবায়ু তহবিলে বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী-ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।