মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এই মুজিব ব্যাটারী কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি। এসময় কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন তিনি।
বাংলাদেশের প্রথম আর্টিলারী ইউনিট। ১৯৭১ সালের ২২ জুলাই পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৭৫ জন বাঙালী সদস্যকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিট প্রথম প্রতিষ্ঠা লাভ করে। স্বাধিনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে মুজিব মাউনন্টেন ব্যাটারি বা মুজিব ব্যাটারি হিসেবে এর নামকরন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম এই গোলন্দাজ বাহিনীর বিরত্বগাথা দেশবাসীর কাছে তুলে ধরতে চট্টগ্রামে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মান করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্স’
সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্স’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় মোনাজাতে অংশ নেন তিনি। এরপর নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্স’ এ স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারীর প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক ৩.৭ ইঞ্চি হাউইটজারসহ মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উলেখযোগ্য অপারেশনসমূহের গৌরবময় ইতিহাস ঘুরে দেখেন। পরে সেনাসদস্যদের দরবার অংশ নেন প্রধানমন্ত্রী।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগনের আস্থা বিশ্বাস অর্জন করতে সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
যুদ্ধ চাই নানা, সবার সাথে বন্ধুত্ব চাই। তবে স্বাধীনতা সার্বভৌমকত্ব রক্ষায় যা যা করনীয় তার সব করা হবে – প্রধানমন্ত্রী।
প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পাশে থাকবে – প্রধানমন্ত্রী।