আসন্ন বোরো মৌসুমে ৩২ টাকা দরে ধান ও ৪৫ টাকা দরে চালের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা পরিধান কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বিগত বছরের তুলনায় ধানের দুই টাকা এবং চালে এক টাকা বাড়ানো হয়েছে।
সরকার সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও গমের সংগ্রহমূল্য গম ১ টাকা কমিয়ে প্রতি কেজি ৩৪ টাকা নির্ধারণ করেছে সরকার। বোরো মৌসুমে এবার কৃষকদের কাছ থেকে ১১ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল, এক লাখ মেট্রিকটন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিকটন গম কেনার পরিকল্পনা করা হয়েছে। খাদ্য মন্ত্রী জানান কমপক্ষে ৫ লাখ টন ধান কেনার পরিকল্পনা করা হলেও কৃষক আরো বেশি ধান বিক্রি করতে চাইলে সরকার তা ক্রয় করবে।