পররাষ্ট্রমন্ত্রী : আগামী কাল দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানী । আগামী কাল বিকেলে বিশেষ বিমানযোগে ঢাকায় আসবেন তিনি। ছয়টি চুক্তি ও পাচটি সমঝতা স্মারক সই হবে।

ঢাকায় কালশী এলাকায় বালুরমাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়ালসেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির নামে নামকরণ করা হবে।