তাপ দাহে অতিষ্ঠ নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। তিনি জানান এরই মধ্যে হিট স্ট্রোকসহ গরমের বিভিন্ন রোগের আক্রান্তদের জন্য হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্দেশ দেয়া হয়েছে, আপাতত জরুরী নয় এমন রোগীদের ভর্তি না করাতে।
দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাক্ষে আয়োজিত এক ব্রিফিং এ তিনি এসব কথা জানান। পরে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা এবং গরম থেকে বাঁচতে সচেতনতার সরকারি বার্তা পড়ে শোনান স্বাস্থ্যমন্ত্রী।