বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি এবং খোলা সয়াবিন তেলের দাম কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে ব্রিফিং এ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু একথা জানান। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৭ টাকা, ৫ লিটারের বোতল ৮১৮ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৪৭ টাকা। ১ লিটার বোতলজাত তেলের দাম বেড়েছে ৪টাকা, ৫ লিটারের বোতলজাত তেলের দাম বেড়েছে ১৮টাকা। তবে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা কমেছে। এছাড়া সুপার পাম অয়েলের দাম ১৩৫ টাকা লিটার ঠিক করে দেয়া হয়েছে। নতুন দাম বৃদ্ধি আজ থেকেই কার্যকর হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, রমজান উপলক্ষে ভোজ্য তেল আমদানি পর্যায়ে ট্যারিফ ১৫% থেকে ১০% করা হয়েছিল। এবং ভোক্তা পর্যায়ে ১৫% ট্যারিফ প্রত্যাহার করা হয়েছিল, যা ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর ছিল।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬