মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক নানা আয়োজনে বাংলা নতুন বছরকে স্বাগত জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শোভাযাত্রার শুরু, এরপর ভিক্টোরিয়া পার্ক ও বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। ‘বৈশাখে নূতন করিনু সৃজন, মঙ্গলময় যত তনু মন’ – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ বানীকে প্রতিপাদ্যে নিয়ে বর্ষবরণ করছে প্রতিষ্ঠানটি।
বাংলা ১৪৩১ সাল বরণে শোভাযাত্রা ছাড়াও প্রকাশনা, যাত্রাপালা, গান, নাচ, আলোচনা সভা করেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী এ আয়োজনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রিকশা পেইন্ট এবং দেশে বিলুপ্তপ্রায় কুমিরের মোটিফকে প্রাধান্য দেওয়া হয়। এ আয়োজন ঈদের ছুটির কারনে চারদিন পিছিয়ে করা হয়েছে বলে জানান উপাচার্য সাদেকা হালিম। বলেন- যুদ্ধ নয়, বৈশ্বিক শান্তিতে বাঙালী হিসেবে এগিয়ে চলার প্রেরণায় এ উদ্যোগ।