সাবের হোসেন চৌধুরীঃ জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনায় যুক্ত হবে স্থাস্থ্য খাত। প্রাথমিক ভাবে সুইডিশ সরকার স্বাস্থ্য খাতে সহযোগীতা করবে।। মন্ত্রী বলেন, জলবায়ুর সাথে স্বাস্থ্য অঙ্গাঙ্গী ভাবে জড়িত এত দিন এ নিয়ে আলাদা ভাবে কাজ হয়নি। জলবায়ু পরিবর্তনের কারনে ১১৩ ধরনের ক্ষতির মুখোমুখি পরিবেশ ও মানব সভ্যতা… স্বাস্থ্য নিয়ে উন্নত বিশ্বে কাজ হলেও উন্নয়নশীল দেশে তেমন বরাদ্দ থাকেনা।। সুইডিশ প্রতিনিধিরা জানান উন্নয়ন সহযোগি দেশ গুলোর নেতৃত্ব দিচ্ছে তারা… এ নিয়ে অন্যান্য উন্নয়ন সহযোগিদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।। প্রাথমিক ভাবে অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগীতা দেয়া হবে পরবর্তিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বা NAP এ যুক্তহবে স্বাস্থ্য খাত বলেন সাবের হোসেন চৌধুরী।