জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে প্রথম ঈদ জামাত। সকাল ৭টায় ঈদ জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিন ভোর থেকেই মসজিদে আসতে শুরু করেন মুসল্লীরা। প্রথম জামাতে নামাজ পড়তে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই জাতীয় মসজিদে আসেন তারা। পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে আসেন অনেকেই। প্রথমে বয়ান, তারপর নামাজ, খুতবা ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় নামাজের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঈদ জামাতে অংশগ্রহণকারীরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার অনুষ্ঠিত হবে মোট পাঁচটি ঈদ জামাত।