ভারত থেকে ট্রেনের ২০০ বগি কিনবে সরকার :

১ হাজার ৬২৬ কোটি টাকায় ভারত থেকে ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার বগি কিনবে রেলপথ মন্ত্রণালয়। ইউরোপিয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণের দিয়ে কেনা হবে এসব। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হাসান খান জানান, সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে উত্থাপিত ১২টি প্রস্তাবের সবগুলোই অনুমোদন পায়। তিনি জানান, টিসিবির মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার তেল কিনবে সরকার, যার প্রতি লিটারের দাম ১৫২ টাকা নয় আট পয়সা। ৫০ হাজার লিটার রাইস ব্র্যান তেলও কিনবে সরকার তবে স্থানীয়ভাবে, যার প্রতি লিটারের দাম পড়বে ১৫২ টাকা। স্থানীয়ভাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডালও কিনবে সরকার, প্রতি কেজি ১০২ টাকা সাত পাঁচ পয়সা দরে।

এছাড়া সিঙ্গাপুরের ২টি স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কেনা হবে, যথাক্রমে প্রথমটার দাম প্রতি ইউনিট ৯ মার্কিন ডলার, দ্বিতীয়টি ৯ দশমিক আট নয় মার্কিন ডলার। সুইজারল্যান্ড থেকেও স্পট মার্কেটের মাধ্যমে প্রতি ইউনিট ৯ দশমিক চার নয় মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি কেনা হবে। সরকার ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানিউলা সার কিনবে কাফকো থেকে, প্রতি টনের দাম পড়বে ৩৬৬ দশমিক তিন সাত পাঁচ মার্কিন ডলার।