ঈদে রেলযাত্রা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রেন বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়তি ইঞ্জিন রাখা হবে। আইনশৃংখলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে রেলের সক্ষমতা বাড়বে। আমরা চাইনা রেলে কোন দুর্নীতি থাকুক।

টিকিট কালোবাজারি রুখতে ব্যবস্থা নেয়া হয়েছে। যারা টিকিট পাননি, তাদের স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের জন্য সুবিধাজনক সব ধরনের ব্যবস্থাই করা হয়েছে। ট্রেনের ছাদে কেউ ভ্রমণ করতে পারবেনা। অনেক বড় বড় জায়গায় কেনাকাটায় দুর্নীতি হয়। সে তুলনায় আমাদের রেল মন্ত্রণালয় অনেক ছোট জায়গা। তারপরও দুর্নীতির কোন প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে। _কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।