বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু বুয়েট শিক্ষার্থীরাই ঠিক করবেন তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির ফরমেট। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের এক সংবাদ সম্মেলনে তিনি বুয়েট শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করার আহ্বান জানান। বুয়েটের পরিবেশের সঙ্গে খাপ খায় সংলাপের মাধ্যমে সেই ধরনের রাজনৈতিক আচরণবিধি নির্ধারণের প্রস্তাব করেন। এসময় ছাত্রলীগ সভাপতি বলেন : বুয়েটে ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রস্তাবকে স্বাগত জানায় ছাত্রলীগ। ছাত্র রাজনীতি থেকে বুয়েট শিক্ষার্থীরা যেন বিরত না থাকে, সে বিষয়ে তাদের মতামত নেয়া হবে বলেও জানান তিনি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে বুয়েটে পর্দার আড়ালে উগ্রবাদ মাথাচাড়া দেয়ার অভিযোগ আনেন সাদ্দাম হোসেন। -সাদ্দাম হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ