র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এবং র‍্যাব-৪, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল ০১/০৪/২০২৪ইং তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন পশ্চিম কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদ গলির জনৈক আম্বিয়ার বাসা নং-৭৬৩/১ এর ৭ম তলা হতে বরগুনা জেলার বেতাগী থানার আলোচিত ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান এবং পলাতক আসামী মোঃ বশির বিশ্বাস(৩৫), পিতা-মোঃ রতন বিশ্বাস, স্থায়ী সাং- ভোড়া (০৫ নং ওয়ার্ড), থানা- বেতাগী, জেলা-বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২১/০৩/২০২৪ ইং তারিখে বরগুনা জেলার বেতাগী থানার বাসিন্দা মোঃ চান মিয়া মুন্সির অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আসামী মোঃ বশির বিশ্বাস মোবাইলে কল করে বাড়ির পাশের খাল পারে নিয়ে যায়। আসামী পূর্বে থেকেই সেখানে ট্রলার নিয়ে অপেক্ষা করছিল। আসামী বশির ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে ট্রলারযোগে নদীর চরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক রাত ০৪০০-০৫০০ ঘটিকা পর্যন্ত অমানবিক শারীরিক নির্যাতন করে। এরপর আসামী বশির ভিকটিমকে খালপারে নামিয়ে দিয়ে তার বাড়িতে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার বেতাগী থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আসামীকে গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০১/০৪/২০২৪ইং তারিখ সময় আনুমানিক ১৬৩০ ঘটিকায় র‍্যাব-৮ সিপিসি-১ এবং র‍্যাব-৪, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী স্মীকার করে যে, সে বরগুনা জেলার বেতাগী থানার মামলা নং-১০, তারিখঃ ২১/০৩/২০২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত-২০০৩) এর ৭/৯(১)/৩০ এর পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বেতাগী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।