মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী সাথে চৌদ্দগ্রামের সাংবাদিক ও নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় করেন। রোববার (৩১ মার্চ) চৌদ্দগ্রামে সাংবাদিক,জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় উপলক্ষে আগমন তিনি। দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি চৌদ্দগ্রামের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন। দুপুরে চৌদ্দগ্রামের সাংবাদিক জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংগ্রহন করার যাওয়া মূহুর্তে চৌদ্দগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলাপচারিতা ও ফটোসেশনে অংশগ্রহণ করেন । এসময় উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম ও দৈনিক ভোরের কলামের সম্পাদক তৌহিদ মাহমুদ , দৈনিক স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী, বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদার, দৈনিক জাগো চৌদ্দগ্রামের অন লাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ খোরশেদ আলম, দৈনিক ভোরের চেতনা জেলা প্রতিনিধি মোঃ ইয়াছিন ফারুক, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ মাসুদুর, নেতৃবৃন্দ ও প্রমুখ।