ময়মনসিংহের ভালুকায় উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রোববার দুপুরে সমিতি কার্যালয়ে সংগঠনটির সাধারণ সভায় দলিল লেখক সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে রেজুলেসন করে ওই কমিটি গঠিত হয়। সাধারণ সভা ও কমিটি গঠনের সময় উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আনোয়ারুল হাসানের উপস্থিত ছিলেন। দুই সদস্য বিশিষ্ট ওই কমিটি সকলের মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের শর্ত দেওয়া হয়।নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিক জানান, দলিল লেখক সমিতির সংগঠনিক নিয়মতান্ত্রিক ভাবে কমিটি গঠিত হওয়ায় সাধারণ সদস্যদের মাঝে স্বস্থি বিরাজ করছে। আমরা চাই সকলে মিলে মিশে সংগঠনকে গতিশিল করতে। আমরা সব শ্রেনী পেশার মানুষের আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করছি।