ঈদের ছুটির বিষয়ে… ৮ ও ৯ তারিখ অফিস খোলা থাকবে…

রমজান মাসের আগে পর পর ২ মাস ২৯ দিন পূর্ন হয়েছিলো। তাই ২৯ রোজা হবার সম্ভাবনা খুবই কম তাই… ৯ তারিখ ছুটির প্রস্তাব নাকচ করা হয়। আবহাওয়াবিদ দের মতে পর পর ৩ মাস ২৯ দিন হয় না। তাই এবার ২৯ দিনে রমজান মাস শেষ হবার সম্ভবনা খুবই কম। । সে কারনেই ৯ তারিখ ছুটির বিষয়ে সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। যাদের ছুটি প্রয়োজন তারা ঐচ্ছিক ছুঠি নিতে পারবেন। এটা ছুটি বিধিতেই বলা আছে। তাই আলাদা করে বলার কিছু নাই।

## আমদানি ও রপ্তানি আইন ২০২৪ এর খসড়ার নীতিমালা অনুমোদনঃ কোন আমদানি পন্য বা সেবা নিশিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারবে সরকার। সেই সাথে আমদানি ও রপ্তানি নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ে অধিনে।। পন্যের তালিকায় পাশা পাশি সেবা খাতকেও যুক্ত করা হয়েছে।

। ## বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার খসড়া মন্ত্রীসভায় অনুমোদনঃ বছরে ১২ হাজার টাকার নিচে যাদের আয়ের সীমা সেটি বাড়িয়ে এখন বছরে ১৫ হাজার টাকা করা হয়েছে.. ( মানে বছরে ১৫ হাজার টাকা আয় হলেও বিধবা ভাতার জন্য বিবেচিত হবেন) তারা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আওতায় আসতে পারবে… মাসে ভাতা পাবে ৫৫০ টাকা।।