২০২৪ সালের নবনির্বাচিত কমিটির হাতে ৩০ মার্চ শনিবার সমিতির কার্যালয়ে সাবেক সভাপতি সুন্দলীএসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়| সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস বর্তমান সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সেলিম হোসেন এবং কোষাধক্ষ আব্দুল্লাহ আল মাসুমের হাতে সমিতির সবকিছু হস্তান্তর করেন |দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্তমান কমিটির সভাপতি পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান,ভবদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন,শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সেলিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, হোসেন আলী এবং হাবিবুর রহমান , বর্তমান কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম|সহকারি অধ্যাপক উদয় শংকর, আব্দুর রাজ্জাক,বর্তমান কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আবুল হোসেন গাজী প্রমূখ|এ সময় আরো উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক সোহেল রানা,দপ্তর সম্পাদক জুলফিকার আলী, সহ সাবেক ও বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ|বর্তমান কমিটির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার এ সময় তার বক্তব্যে বর্তমান কমিটির কার্যক্রমকে আরো উন্নয়নমুখী ও বেগবান করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।