ঈদের আগে সরকারি ছুটি আরো একদিন বাড়াতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারের কাছে সুপারিশ করবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সকালে সচিবালয়ে বর্তমান সরকারের মেয়াদে এ কমিটির প্রথম বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংএ তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ৯ই এপ্রিল ঈদের ছুটির আওতায় আনা যায় কিনা তার সুপারিশ করবে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন গুজব ও অপপ্রচার নিয়ে কমিটি উদ্বেগ প্রকাশ করেছে জানিয়ে মন্ত্রী জানান, জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর বাংলাদেশে কোন কার্যালয় না থাকায় সাইবার অপরাধ প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারিশগুলো তারা আমলে নিচ্ছে না। এ বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করার পর প্রয়োজনে ফেসবুক ইউটিউব গুগল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম স্বল্প সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও জানান আ. ক. ম. মোজাম্মেল হক।