বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশের প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের আজ তৃতীয় দিনের কর্মসূচি থাকলেও সকাল থেকে তাদের দেখা মেলেনি ক্যাম্পাসে।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনের ঘোষণা দিয়েও সকাল থেকে শিক্ষার্থীদের কেউ না আসায় ক্যাম্পাস ফাঁকা রয়েছে। অন্যদিকে প্রশাসনিকভাবে পরীক্ষা চলমান থাকলেও আন্দোলনরত অধিকাংশ শিক্ষার্থীই অনুপস্থিত রয়েছেন। এছাড়াও শিক্ষার্থী আনা নেয়া করা সব পরিবহনই শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে ফিরতে দেখা গেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের ডাকা প্রতিবাদ সমাবেশ থাকায় নিরাপত্তাজনিত কারণে তারা আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দেয়নি। আলোচনার মাধ্যমে আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।