চেয়ারপার্সন-এর বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শে আজ রাতে এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষার জন্য
গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩০ মার্চ রাত ২ টা ৩০ মিনিট বাসা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা করেন, রাত ২.৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
মহান আল্লাহ চেয়ারপার্সন-কে দ্রুত সুস্থ রাখুন-
তারআগে :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হতে পারে বলে জানা গেছে।
দুপুরের পর অসুস্থতা বোধ করেন খালেদা জিয়া। ইফতারের পর মেডিকেল বোর্ড বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন তাকে। বর্তমানে গুলশানে ফিরোজার বাসায় তিনি মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হতে পারে।
খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। সবশেষ ১৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন তিনি। এছাড়া ৮ ফেব্রুয়ারি নিয়মিত চেক আপের জন্য এভারকেয়ারে যান তিনি।