নীলফামারীতে বাবার কাছ থেকে নিজের ভাগের জমি না পাওয়ায় মৃত বাবার লাশ কবর দিতে দিলো না আপন ছেলে। ২৯ মার্চ শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নীলফামারীর সদর উপজেলার চওড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট নামক এলাকার বাটুলটারি গ্রামে। পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সদর উপজেলার চওড়া সরমজানি ইউনিয়নের বাটুলটারি গ্রামের স্হায়ী বাসিন্দা ও ৪ সন্তানের জনক মজিবর রহমান ( ৬৮) সকালে বাধ্যক জনিত কারনে মারা গেলে , তাকে কবর দেয়ার জন্য স্হানীয় গর্ণমান্য ব্যক্তি গন তার বাসায় পাশে কবর খুড়ে, এবং তাকে কবর দেয়ার প্রস্তুুতির শেষ মুহুর্তে মৃত মজিবর রহমান এর তৃতীয় পুত্র নওশাদ আলী কবরে গিয়ে শুয়ে পড়েন এবং লাশ দাফনে বাধা দেন। স্হানীয়রা আরো বলেন মজিবর রহমান এর ৪ পুত্রের মধ্যে নওশাদ আলী ছিলো তৃতীয় এবং নওশাদ আলী ঢাকায় থাকায় ও তার বাবার সাথে বনিবনা ( কথা বার্তা) কম হওয়ার কারনে মজিবর রহমান তার বাকি ৩ পুত্র কে তার জমি লিখে দেন এবং নওশাদ আলী কে কোন জমি লিখে দেননি। মজিবর রহমান হঠাৎ করে বাধ্যক জনিত কারনে গতকাল রাতে মারা গেলে শুক্রবার সকালে আমরা তাকে দাফন করার জন্য কবর খুড়লে নওশাদ আলী এসে কবরে শুয়ে পড়েন এবং লাশ দাফনে বাধার সৃষ্টি করে তবে আমরা বিষয় টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানায় অবগত করে পুলিশের সহায়তায় অন্য একটি জায়গায় করব খুড়ে লাশ দাফন করি। এবিষয়ে চওড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির এর সাথে কথা হলে তিনি বলেন মৃত মজিবর রহমান তার ৩ ছেলে কে জমি লিখে না দেয়ার কারনে এই ঘটনাটি ঘটে। পরে স্হানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তা নিয়ে অন্য একটি জায়গায় কবর খুড়ে লাশ দাফন করেন। এদিকে নীলফামারীর সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বিষয় টি নিশ্চিত করে বলেন খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয় অন্য জায়গায় কবর খুড়ে লাশ দাফনে সম্পূর্ণ সহায়তা করি ।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬