ধোপাদী নুর মোহাম্মদ নুরানি মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবারে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ক্বারি মোজাফফর সরদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, কাউন্সিলর তালিম হোসেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, নওয়াপাড়া জুট মিলের সাবেক সিবিএ সভাপতি নজরুল ইসলাম সরদার, সমাজ সেবক নুরুজ্জামান সরদার, রফিকুজ্জামান টুলু, আতিয়ার সরদার, তরিকুল ইসলাম, বিএম আজিজুল, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহীন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন ধোপাদী নুর মোহাম্মদ নুরানি মাদ্রাসার মোহতামিম হাফেজ আবু সাইদ, নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল হুসাইন, মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি দেলোয়ার হুসাইন, আল্লার দান জামে মসজিদের ইমাম জামিল আহমদ, নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বেল্লাল হোসেন। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা আবু তালহা
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬