মঈন খানের বাবা যখন খাদ্য সচিব ছিলেন তখন আমাদের কেনা খাদ্যশস্যবাহী জাহাজ ফিরিয়ে দিয়ে নিয়েছিল আমেরিকা। সেটি একটি ষড়যন্ত্র ছিল। আর সেই ষড়যন্ত্রের নাটের গুরু ছিলেন মঈন খানের বাবা। বিএনপি’র নেতারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। কিন্তু জিয়া নিজেও জীবদ্দশায় সে দাবি করেননি। বিএনপি’র নেতাদের কথায় হাসি পায়।

জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জিয়া তাদের দোসর না হলে সে যখন রণাঙ্গনে ছিলেন বলা হয়, তখন ক্যান্টনমেন্টে তার স্ত্রী কিভাবে বহাল তবিয়তে থাকেন? জিয়া খলনায়ক। তাকে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান সম্মুখ সমরে কখনোই অংশ নেয়নি। বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতি করেছে। দেশে একটি সাংস্কৃতিক দরকার। যা ১৯৭৫ এর পরে হারিয়ে গেছে। সাংস্কৃতিক জাগরণ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব না। _ জাতীয় প্রেসক্লাবে পররাষ্ট্রমন্ত্রী।