বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন, মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপি কখনো পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই। তাদের হৃদয়ে পাকিস্থান। আওয়ামী লীগ কখনো কোন বিদেশি শাসনের দাসত্ব করে নাই।
শেখ হাসিনার রাজনীতি বিএনপিকে ফেলে দিয়েছে সেখান থেকে বিএনপি আর বের হতে পারছে না। নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির কাছে তাবেদারি করেছে। বাংলাদেশের উপর যাতে নিষেধাজ্ঞা আসে সে পায়তারা করেছে। নির্বাচন বানচালের চেষ্টা করেছে। মির্জা ফখরুল বলেন বর্তমান সরকারের আমলে তাদের নাকি ৮০ শতাংশ নেতাকর্মী নিগৃহীত হচ্ছে। দলের শীর্ষ পর্যায়ের নেতা নেতারা সবাই এখন জামিনে আছেন তাহলে এই ৮০ ভাগে কারা আছেন? দলের নেতাকর্মীরা যদি নিগৃহীতই হয় তবে তাদের তালিকা দেন। বিএনপি’র রাজনীতি নেগেটিভ রাজনীতি। দিন যত যাচ্ছে বিএনপি ততো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। _ ওবায়দুল কাদের।