** পুঁজিবাজারে তারল্য বাড়াতে নীতি সহায়তা দিবে কেন্দ্রীয় ব্যাংক : ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকরেস অ্যাসোসিয়েশন।

** উদপাদন কম হওয়ায় এবার আলু কিনতে হবে কেজিতে 50 টাকার বেশি দামে : কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

** আওয়ামী লীগকে বর্জন করলেই জাতি স্বৈরাচারের হাত থেকে মুক্ত হবে৷ ** প্রতিবারই বাংলাদেশে এসে ভারতীয়রা নির্বাচন কন্টাক্ট করে যায় (ক্ষমতায় এনে দেয়া)। **শুধু ভারতীয় পণ্য বর্জন নয়, জনগণকে ভারতে না যাওয়ারও পরামর্শ। —গয়েশ্বর চন্দ্র রায়।

** নারায়ণগঞ্জ সানারপা‌ড়ে বসুন্ধরা এল‌পি‌জি বা‌হী ট্রা‌কের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। লাশ এখনও রাস্তায়।

** যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে পুলিশের প্রস্ততি রয়েছে-আইজিপি যাত্রী হয়রানি ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি– আইজিপির।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করলেও মুক্তিযুদ্ধের চেতনা তিনি ধারন করতেন কিনা সন্দেহ আছে। জিয়া পরিবারের কারো মধ্যেই কখনো দেশপ্রেম ছিলো না। — গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।

১৮ কোটির বাংলাদেশ এখন খাবারে স্বয়ংসম্পূর্ণ। যুদ্ধের পর দুর্ভিক্ষ ছিলো ম্যানমেড। এর পেছনে মার্কিনীদের হাত ছিলো স্পষ্ট। আন্দোলনকারীরা দ্রব্যমূল্য নিয়ে কেন আন্দোলন করেন না? বেগম জিয়ার মুক্তি চান তারা, তিনিতো জেলের বাইরে আছেন। তারেক জিয়া আসুক না, জেল খাটুক না। আমাদের নেতারা কি জেল খাটেননি? — গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।