বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের আধুনিকতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই একমাত্র এজেন্ডা- বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। সকালে দায়িত্ব গ্রহণ করে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আড়ম্বরপূর্ণ আয়োজনে বরণ করে নেন নবনিযুক্ত এই উপাচার্যকে। প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পরে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় তিনি আরও জানান, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না। সবাইকে সাথে নিয়েই সামনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ পর্যায়ে নিতে শতভাগ চেষ্টার কথাও জানান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬