মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের স্মরণ করছে পুরো জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের এই ৫৪তম জন্মদিনে এবার শ্রদ্ধা নিবেদনের আয়োজনে সামিল হয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

২৫ মার্চের কালরাত পেরুনো সেই প্রত্যূষে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়েছেন মহান স্বাধীনতার সংগ্রামর বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের কূটনৈতিক বাংলাদেশের রাজনীতিবিদ সম্মিলিত সামরিক বাহিনীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ।

সবার অপেক্ষা মহান স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের। সেই সূর্যের প্রথম কিরণে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশকে স্মীকৃতি দেয়া প্রথম রাষ্ট্র ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দিয়ে জানান দলটির সভাপতি শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকের দিনে তাদের দলীয় প্রতিজ্ঞা তুলে ধরেন গণমাধ্যমের কাছে। এদিকে স্মৃতিসৌধের বেদিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধানিবেদনের পরপরই জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির পক্ষ থেকে মুক্তি সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং সরকারি বিভিন্ন সংস্থা।

বীর শহীদের শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের সফরত ভুটানের রাজা ঐতিহ্য অনুযায়ী সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দিবসে তাদের অনুভূতির স্মৃতি রাখেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ের পাতায়।