মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধার আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা।

রাষ্ট্রপতির কার্যালয় ও বাস ভবনে আয়োজিত এ সংবর্ধনায় আমন্ত্রীত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের ৫৪তম জন্মদিনে রাষ্ট্রপতির এই সংবর্ধনায় যোগ দিয়েছেন স্বাধীন বাংলাদেশেকে স্মীকৃতি দেয়া প্রথম রাষ্ট্রর ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেৎসুন পেমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল এই সংবর্ধনায় যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অতিথি ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন মঞ্চে উঠলে তাদের সম্মানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। স্বাগত আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের সস্ত্রীক স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপ্রধান।

বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে কেক কেটে বাংলাদেশে জন্মদিন উদযাপন করেন ভুটানের রাজা। রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে উৎসব মুখোর এই সংবর্ধনায় সিনিয়র, রাজনীতিবিদ, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সিনিয়র সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সংস্কৃতি কর্মী এবং সরকার ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন।