বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েই ২৫ রাতে রাজারবাগ পুলিশ লাইনসে প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ। এ প্রতিরোধ গড়তে গিয়েই পুলিশ সদস্যদের প্রাণ দিতে হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরে বাংলাদেশ পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসবি প্রধান মনিরুল ইসলামসহ অন্য নেতারা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ডিএমপির পক্ষ থেকে কমিশনার হাবিবুর রহমানও শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশের বিভিন্ন ইউনিটগুলো। এর আগে ডিএমপির একদল চৌকস পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গার্ড অব অনার প্রদান করেন। তখন বিউগলে করুণ সুর বেজে উঠে।