যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১,২,৩নং ওয়ার্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩শে মার্চ বিকাল ৩:৩০ মিনিটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিট পুলিশিং এর প্রধান এসআই মেহেদী হাসানের সঞ্চালনায়,পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মো.নাজমুল হোসাইন।অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসআই সাইফুল ইসলাম। এ এস আই মুস্তাফিজ। ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু। মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম। রথখোলান পূঁজা মন্দিরের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা,মন্টু ঘোষ। চেংগুটিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মো.রহমাতুল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বাবু প্রহলাদ সাহা। ডাঃ মো.আলী হোসেন, উজ্জল কুন্ডু প্রমুখ। এ সময় এসআই সাইফুল ইসলাম তার বক্তব্যে,জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেন। এছাড়াও বক্তারা তাদের বক্তৃতায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,তার মধ্যে উল্লেখযোগ্য, জুয়া, মাদক, বাল্যবিবাহ এবং যশোর খুলনা মহাসড়কের বালু, কয়লা, ধুলার অসহন দিক তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের সুস্ঠ সমাধানের দাবি করেন।