মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া এক শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের উপর হামলা হিসেবে অভিহিত করেছেন শেখ হাসিনা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় নিহত সকালের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রায় ১০০ জনের মত মৃত্যু এবং বহু হতাহত হয়েছে।