২৩শে মার্চ, শনিবার ঠিক দুপুর বারোটায়, সাউথ সিটি মলের লর্ড অফ দা ড্রিঙ্কসে, একটি মিউজিক লঞ্চ হলো, এক ঝাঁক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক , শিল্পী ও দর্শকদের উপস্থিতিতে।ধাগা প্রোডাকশনে শুভঙ্কর মিত্র এবং সুভাষ বেরা প্রযোজিত, মানসী সিনাহা পরিচালিত…. এটা আমাদের গল্প… ছবির মিউজিক লঞ্চ করলো। গল্পটির মধ্যে রয়েছে, আমার আপনার ও সবার গল্প নিয়ে এই ছবির কাহিনী, যেখানে একার কারো নয়। এই ছবিতে গান গেয়েছেন , নগ্নজিতা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, মেঘা বিশ্বাস ,কাজল চ্যাটার্জি, মানস্বিতা ঠাকুর , শৌণক সরকার,ছবিতে অভিনয় করেছেন,শ্বাশত চট্টোপাধ্যায় , অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায় , কোনীনিকা ব্যানার্জি , তারীন জাহান, সোহাগ সেন, আর্য্য দাশগুপ্ত, পূজা কর্মকার , তপতী মুন্সি, জুঁই সরকার, যুধাজিত ব্যানার্জী, এছাড়া রয়েছেন সিনেমা টোগ্রাফার অম্লান সাহা ,সংগীত পরিচালক প্রাঞ্জল দাস, প্রোডাকশন ডিজাইন অমিত চ্যাটার্জি। এডিটর অনির্বাণ মাইতি, এবং যিনি সুন্দরভাবে দর্শকদের সামনে পরিবেশন করলেন, সবার প্রিয় মানুষ গণমাধ্যম প্রচার ও মার্কেটিং এ রানা বসু ঠাকুর । এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা, মানসী সিনহা একজন স্বনামধন্য অভিনেত্রী এবং পরিচালক, তিনি এমন একটি নামকরণের মধ্য দিয়ে গল্পটিকে তুলে ধরেছেন, এখানে গল্পটি একার কারো নয়, সবাইকে নিয়েই এই গল্পের মূল কাহিনী, অনেকগুলি মানুষকে নিয়েই এই গল্প তৈরি করেছেন, যারা এখনো সম্পর্কে বিশ্বাস রাখে, এই কাহিনীতে দুটি ভিন্ন সম্প্রদায় পরিস্থিতি ও পরিবেশের পরিবারের। সম্পর্ক গড়ে উঠে দুটি মানুষের মধ্যে নয় দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে নিতে না পারে, হাজার যোজন ভালোবাসাও কি সেটি পারে শেষ পর্যন্ত। কাহিনীর প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রীতম দেবী ও মিস্টার শর্মা, চায়ের দোকানে বসে দুজনে হাতে হাত রেখে ভেবেছিলেন, হাজার বাধা ঝড়ের সামনা সামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। সেই সময় আচমকা পাশে এসে দাঁড়িয়েছিলেন এক ঝাঁক তরুণ তুর্কী। এরপর দেখতে হবে এই সকল তরুন তুর্কীরা কি করতে চলেছে।তবে এক কথায় সবাই বললেন, ছবিটির জন্য আমরা বহুদিন অপেক্ষা করছিলাম, কবে আসছে, আপনারাও চোখ রাখুন, খুব শীঘ্রইই মুক্তি পেতে চলেছে, অতি অবশ্যই ছবিটি মুক্তি পেলে একবার দেখবেন, নিশ্চয়ই আপনাদের মন জয় করবে, এবং গানগুলি আপনাদেরকে মুগ্ধ করবে, আমাদের এত দিনের পরিশ্রম , যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের নতুন কিছু উপহার দিই।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬