ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি দেশের অভ্যন্তরীণ বাজারকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যতোক্ষণ জাতীয় স্বার্থ রক্ষা হবে, ততক্ষোণ ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবেই বলেও মন্তব্য করেন তিনি।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মহান স্বাধীনতা দিবসে দলিয় কর্মসূচি এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এই সমাজ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভারতীয় পন্য বর্জনের আন্দোলনে যোগ দেয়ার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, একটি দল রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে এমন কাজ করতে পারে। বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সাথে বৈরী সম্পর্ক আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার সব সময় ছিল। পাকিস্তান আমলে ভারতের এজেন্ট বলা হতো এখনও তাই বলা হয়। ভারত বিরোধীতার কথা বলে বিএনপির নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতি এখন এলোমেলো গোলমেলে। বিএনপি আসলে কোন পথে চলছে সেটা তারা নিজেরাই জানেনা। ভারতের পণ্য যারা বয়কট করতে চায় বাংলাদেশের মানুষ তাদেরই বয়কট করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।