নীলফামারীতে সিএনজি চালিত অটোরিকশা আর পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এতে অটোরিকশায় থাকা আরও একজন গুরুতর আহত অবস্থায় নীলফামারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ঘটনার সরজমিনে জানা যায়,নীলফামারী পৌরএলাকার সৈয়দপুর মহাসড়কের জোড়দরগায় আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দু’জন হলেন নওগাঁ জেলার খাস নওগাঁর বাসিন্দা ও নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক শাখার অফিসার নুরে আলম সিদ্দিকী (৩৬)এবং সৈয়দপুর উপজেলার বাসিন্দা, জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)।এ ছাড়াও শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। প্রতক্ষদর্শী জানান, সকালে সৈয়দপুর থেকে নীলফামারীতে আসা অটোরিকশাটি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডেট জোড়দরগা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত বাংলাদেশ কে বলেন, ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছে এবং একজন নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।