জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের ৯৫ তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা পৌরসভা জাতীয় পার্টি। ২০ মার্চ বুধবার সকালে পটিয়া দলীয় কার্য়লয়ে খতমে কুরআন মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে দলীয় কার্য়লয়ে কেক কেটে এরশাদের ৯৫ তম জন্মদিন উদযাপন করা হয়। পরে দলীয় কার্য়লয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেনদক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক আমান উল্লা আমান। দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক পটিয়া উপজেলার সভাপতি খোরশেদ আলম, দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ও পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ডাক্তার খোরশেদ আলম, পৌর সভাপতি সাইফুদ্দিন, জাহাঙ্গীর আলম মেম্বার, ইকবাল মেম্বার, দেলোয়ার মেম্বার, মনির চেয়ারম্যান, দিপু মেম্বার, পটিয়া নুরুচ্ছফা সরকার, দিদারুল আলম, মো: হারুন, রফিক, জসিম উদ্দিন, সাহাব মিয়া, সৈয়দুল আরেফিন প্রান্ত, আবদুস সাত্তার, রঞ্জন ধর, তাপস বড়ুয়া, দীপক বড়ুয়া, বিকাশ মিএ, খুশ মিএ, শেখ জাহাঙ্গীর, খোরবান আলী, রমজান আলী, নুরুল ইসলাম, ফরিদ মিয়া, নুরুল আলম, রুবেল, হাসেম প্রমুখ।–সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক আমান উল্লা আমান বলেন, জাতীয় পার্টি,কে শক্তি শালী করতে বেগম রওশন এরশাদের বিকল্প নেই, তাই জাতীয় পার্টি ঝিমিয়ে পড়া নেতা কর্মীদের ঐকবদ্ধ হয়ে জাতীয় পার্টি তৃনমুল পর্যায়ের শক্তি শালী করতে হবে। দক্ষিণ জেলা জাতীয় পার্টি সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, জাতীয় পার্টি কে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আগামীতেও চলবে দলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা ঐকবদ্ধ হয়ে কাজ করে দেশী বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে মাঠে ময়দানে কাজ করতে হবে। তিনি আরোও বলেন জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তি শালী এটি দলের নেতা কর্মীরা বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। তিনি মরহুম এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬