ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন রাম্প চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সকালে কাওরান বাজারে উপস্থিত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই র্যাম্প উন্মুক্ত করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, এটা রমজানে নগরবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার। ৩১টি র্যাম্পসহ যার মোট দৈর্ঘ্য ২৭ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচল করছে। এই অংশে ১৫টি র্যাম্প রয়েছে। বুধবার ১৬তম র্যাম্প হিসেবে এফডিসি অংশটি খুলে দেওয়া হলো। এর মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ চালুর সূচনা হলে। ওবায়দুল কাদের এসময় জানান, আগামী বছরের প্রথম দিকে এলিভেটেড এক্সপ্রেসসওয়ের পুরো কাজ শেষ হবে।